Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোল স্থলবন্দরে বিস্ফোরক আমদানি, সতর্কতা জারি

এখন সময়: শনিবার, ৩১ জানুয়ারি , ২০২৬, ১১:২৭:৫২ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৪ টায় ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ৮টি ট্রাকে করে এ বিস্ফোরক দ্রব্যের চালান বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। বন্দর সূত্রে জানা যায়, পণ্যগুলো বিপজ্জনক শ্রেণিভুক্ত হওয়ায় বন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। তবে এত বিপজ্জনক পণ্য বেনাপোল স্থলবন্দরের মতো জনবহুল এলাকায় রাখার ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা, অগ্নি নির্বাপন ব্যবস্থা ও জরুরি সাড়াদান প্রস্তুতি কতটা কার্যকর-তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে-মধ্যপাড়া গ্রানাইট মাইনিং প্রকল্পে খনন কার্যক্রম পরিচালনার জন্য এসব বিস্ফোরক আমদানি করা হচ্ছে। বেনাপোল স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের আমদানিতে ভারতের ১৯৪ ও ১৯৬ শ্রীপুরার সুপার শিভ শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড থেকে দ্বিতীয় ধাপে মোট ১২৫ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ এবং ৯০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড আমদানি করা হয়েছে। আমদানিকৃত পণ্যচালানটির এল/সি নম্বর ০০১২২৫০১০১২০ (তারিখ: ১৫-১০-২০২৫)। যার কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট ও ট্রাক রিসিপ্ট নম্বর যথাক্রমে এসএসএসসিপিএল/এক্সপোর্ট/০০৪ উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) ও উপসচিব মোঃ শামীম হোসেন জানিয়েছেন আমদানিকৃত বিস্ফোরক পণ্যচালানটি ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে। পণ্যচালানটি বিপজ্জনক হওয়ায় এর নিরাপত্তা নিয়ে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে কাস্টমস, বন্দর নিরাপত্তা বিভাগ, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। কোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে নিয়মিত তদারকি ও সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)