Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

এখন সময়: শনিবার, ৩১ জানুয়ারি , ২০২৬, ১১:২৭:৫৭ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : বেনাপোলে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬ পালিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে বেনাপোল কাস্টমস ক্লাবে এক আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়। বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার ও আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬ উদযাপন আঞ্চলিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ ফাইজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদ। প্রধান অতিথির বক্তব্যে জি এম আবুল কালাম কায়কোবাদ বলেন- একটি দেশের ভৌগোলিক সীমানার ভেতরে উৎপাদিত পণ্য ও সেবা দিয়ে সব চাহিদা পূরণ সম্ভব নয়। শিল্প উৎপাদন ও মানুষের জীবনযাত্রাকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে পণ্য ও সেবার অবাধ চলাচল অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি দেশের উৎপাদিত পণ্য যেন বাজার হারায় না এবং উৎপাদন প্রতিষ্ঠানগুলো সচল থাকে-সেজন্য রাজস্ব বিভাগের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন- বর্তমান সময়ে আইসিটি ব্যবহার ও অনলাইনভিত্তিক সেবাগুলো সক্রিয় রাখার মাধ্যমে কাস্টমস, এক্সাইস, ভ্যাট ও কর বিভাগে সেবাগ্রহণকারীদের জন্য যুগান্তকারী পরিবর্তন এসেছে। এসব সেবা আরও কার্যকরভাবে পরিচালনার মাধ্যমে রাজস্ব আদায় ও সেবা প্রদানে স্বচ্ছতা বাড়ানো সম্ভব। মাদক ও স্বর্ণ চোরাচালান প্রসঙ্গে তিনি বলেন, এসব অবৈধ কার্যক্রমের কারণে দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যাচ্ছে। এ প্রবণতা রোধে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় কাস্টমসের ভূমিকা অপরিসীম। কাস্টমসসহ এক্সাইস, ভ্যাট ও কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সম্মিলিতভাবে সরকারের সিংহভাগ রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি আরও বলেন- সরকারের আর্থিক চাহিদা ক্রমেই বাড়ছে। এ চাহিদার সঙ্গে তাল মিলিয়ে রাজস্ব বিভাগের বিভিন্ন অঙ্গসংগঠন সক্রিয়ভাবে কাজ করছে। বন্দর ব্যবহারকারী সকল পক্ষের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সরকারের রাজস্ব ভান্ডার আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ আরও সম্মানজনক ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর কর অঞ্চলের কর কমিশনার মোঃ মাসুদ রানা, যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোঃ আব্দুল হাকিম এবং বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মোঃ শামছুর রহমান। অনুষ্ঠানসূচির শুরুতে অতিথিদের আগমন ও আসন গ্রহণ শেষে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। স্বাগত বক্তব্য দেন বেনাপোল কাস্টমস হাউসের জয়েন্ট কমিশনার সাইদ আহমেদ রুবেল। পরে বাংলাদেশ কাস্টমসের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাকিব রায়হান। অনুষ্ঠান উপস্থাপনা করেন সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) কামরুন্নাহার।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)