শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নুরুজ্জামান লিটন এবং সাংবাদিক মহসিন মিলনের মমতাময়ী মা লতিফা খাতুন (৮০) আর নেই।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১১টায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়ে, নাতি-পুতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার ইন্তেকালে পরিবারসহ শার্শা ও বেনাপোল অঞ্চলে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মরহুমা লতিফা খাতুন যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার গাজীপুর গ্রামের বাসিন্দা মরহুম ইয়াসিন আলীর সহধর্মিণী। এলাকায় তিনি একজন পরহেজগার, স্নেহশীলা ও সম্মানিত মাতৃহৃদয় নারী হিসেবে পরিচিত ছিলেন।
বুধবার জোহরের নামাজ শেষে বেনাপোল বল ফিল্ড মাঠে মরহুমার নামাযে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে শার্শার সাদিপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমার জানাজায় উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজিজুর রহমান, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ শামছুর রহমান, সিনিয়র সহসভাপতি খায়রুজ্জামান মধু, সাবেক সভাপতি মফিজুর রহমান সজন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, শ্রম বিষয়ক সম্পাদক সহীদ আলী, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপুসহ শার্শা ও বেনাপোলের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং অসংখ্য মুসল্লি।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।