নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় সরব হয়ে উঠেছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. খবির গাজী। শুক্রবার জুম্মার নামাজ শেষে তিনি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও পথসভা পরিচালনা করেন।
শুক্রবার দুপুরে মো. খবির গাজী স্থানীয় মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। বিকেলে তিনি যশোর সদর উপজেলার রূপদিয়া বাজার, নরেন্দ্রপুর ও কচুয়া ইউনিয়নে দিনব্যাপী পথসভা ও গণসংযোগ করেন। পথসভাগুলোতে খবির গাজী বলেন, "লাঙ্গল শান্তি ও উন্নয়নের প্রতীক। সাধারণ মানুষের অধিকার আদায়ে জাতীয় পার্টি সর্বদা পাশে ছিল এবং থাকবে। গণসংযোগ ও পথসভা চলাকালীন প্রার্থীর সাথে স্থানীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন , যশোর জেলা জাতীয় পাটি আহ্বায়ক আজিজুর রহমান আজিজ,যুগ্ম আহ্বায়ক ও লাঙ্গল প্রতিকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোহাম্মদ নজরুল ইসলাম,সদস্য মিনহাজুল আরেফিন, যশোর পৌর জাতীয় পাটি আহ্বায়ক এডভোকেট জিএম মুসা,দপ্তর সম্পাদক মনিরুজ্জামান হিরোন, সদর উপজেলা জাতীয় পার্টি ভারপ্রাপ্ত সভাপতি সফিয়ার রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্বাস আলী মোল্লা, সদর উপজেলা জাতীয় পাটি সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা জাতীয় সৈনিক পাটি আহ্বায়ক সৈয়দ আহমদ, জেলা
যুব সংহতি, সাধারণ সম্পাদক ইদ্রিস আলম, কচুয়া ইউনিয়ন শাখা সহ-সভাপতি নাসির হায়দার নারী নেত্রী ও সমাজ সেবক জিনিয়া জেরিন লম্মি,জাতীয় পার্টি নেতা আব্দুল জলিল, সাধারণ সম্পাদক, প্রমূখ। পথসভাগুলোতে বক্তারা আসন্ন নির্বাচনে লাঙ্গল প্রতীকের বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন। এলাকার সাধারণ ভোটারদের মাঝেও লাঙ্গল প্রতীকের প্রচারণা ঘিরে বেশ উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।