Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

টানা তিন বিসিএস পরীক্ষার্থীদের পাশে যবিপ্রবির এন্টি ড্রাগ সোসাইটি

এখন সময়: শনিবার, ৩১ জানুয়ারি , ২০২৬, ১১:২৬:৫২ পিএম

যবিপ্রবি প্রতিনিধি : ৫০তম বিসিএস পরীক্ষাসহ ৪৭তম ও ৪৯তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে পরপর তিনবার পরিবহন সুবিধার ব্যবস্থা করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠন এন্টি ড্রাগ সোসাইটি (এডিএস)।
শুক্রবার অনুষ্ঠিত ৫০তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে যবিপ্রবির প্রায় ১৭০ জন বিসিএস পরীক্ষার্থীকে নিয়ে তিনটি বাস খুলনার নির্ধারিত পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। শিক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে স্বেচ্ছাসেবী ব্যবস্থাপনায় এ পরিবহন সেবা পরিচালনা করা হয়। বাস যাতায়াতের জন্য নির্ধারিত একটি ন্যূনতম ফি গ্রহণ করে এডিএস।
৫০তম বিসিএস পরীক্ষার্থী ও যবিপ্রবি শিক্ষার্থী মোছাঃ শান্তা বলেন, দূরের কেন্দ্রে পরীক্ষা দিতে গেলে যাতায়াত নিয়ে সবসময়ই এক ধরনের দুশ্চিন্তা কাজ করে। এন্টি ড্রাগ সোসাইটির এই বাস সুবিধার কারণে আমরা অনেকটাই নিশ্চিন্তভাবে পরীক্ষায় অংশ নিতে পেরেছি। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য তাদের দায়িত্বশীল ব্যবস্থাপনা সত্যিই প্রশংসনীয়।
এন্টি ড্রাগ সোসাইটির সভাপতি মো. সুমন আলী বলেন, এই উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক স্বস্তি নিশ্চিত করা। নারী শিক্ষার্থীরা যেন কোনো ধরনের ভয়, দুশ্চিন্তা বা মানসিক চাপ ছাড়াই পরীক্ষায় অংশ নিতে পারে সে লক্ষ্যেই আমাদের এই আয়োজন। পরীক্ষার্থীদের নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেয়া এবং পরীক্ষা শেষে নিরাপদে পুনরায় বাসযোগে বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে আনার মধ্য দিয়েই এই উদ্যোগের সফলতা নিশ্চিত হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)