অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশেক হাসান বলেছেন, আগামী ১২ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। এজন্য সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শনিবার দুপুরে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ঢাকা কর্তৃক আয়োজিত অভয়নগর উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফয়সল কাদের, যশোর জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ তানভীর জামান প্রমুখ। দুই দিনের প্রশিক্ষণ কর্মসূচিতে ৭৮ জন ভোটগ্রহণ কর্মকর্তা (প্রিজাইডিং অফিসার) অংশগ্রহণ করেন।