Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে ক্যাশমেমো ছাড়া সার ক্রয়-বিক্রয় করা যাবে না

এখন সময়: বুধবার, ১৬ জুলাই , ২০২৫, ০৩:১৬:৫৮ এম

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে ইউরিয়াসহ সকল প্রকার সার ও বীজ ক্রয়-বিক্রয়ে ক্যাশমেমো দিতে হবে। সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি দামে বিক্রি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা টানিয়ে রাখতে হবে। পূর্বের মজুদকৃত ইউরিয়া সার পূর্বের দামে বিক্রি করতে হবে। নতুন বরাদ্দের ইউরিয়া সার সরকার নির্ধারিত নতুন মূল্যে বিক্রি করতে হবে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা থেকে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. তানজিলা আখতারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ জালাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান মিন্টু, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, বিকাশ রায় কপিল, শেখ তৈয়েবুর রহমান, জহুরুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ, দপ্তর সম্পাদক শাহিন আহম্মেদ প্রমুখ।

সভায় উল্লেখিত সিদ্ধান্ত ছাড়াও ইউরিয়া সারের প্রতি কেজি ৬ টাকা মূল্য বৃদ্ধির বিষয়ে কৃষকদের জানাতে ও সচেতনতা বৃদ্ধির কাজ করা, বর্তমানে অভয়নগরের ১৩ জন বিসিআইসি’র সার ডিলার পূর্ব মূল্যের মজৃদকৃত ১৭৮.৯০ মেট্রিক টন ইউরিয়া সার পূর্ব মূল্যে বিক্রি না করলে পরিবেশক বাতিলের কথা জানানো হয়।    

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)