উদ্বোধন করলেন এমপি আফিল উদ্দিন

যশোরে ডিমের বাজারে আসছে ‘চাঁদ এগস’

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০৫:৫৮:৪৪ এম


নিজস্ব প্রতিবেদক: যশোরে ডিমের বাজারে আসছে এক নতুন নাম ‘চাঁদ এগস’। এটি চাঁদ এগ্রো লিমিটিডের একটি অঙ্গ প্রতিষ্ঠান । এ প্রতিষ্ঠানের নতুন ডিম বাজারে আসছে আগামী মে মাসের প্রথম সপ্তাহে। ফ্রান্সের নবজেম কোম্পানীর ৫২ হাজার একদিনের বাচ্চা  দিয়ে এটি যাত্রা শুরু করলো। যশোর-বেনাপোল সড়কের মালঞ্চী এলাকায় ৩৫ বিঘা জমির উপর শুক্রবার বাদ জুম্মা  প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন প্রধান অতিথি যশোর-১ (শার্শা)  আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। তিনি বলেন আফিল লেয়ার ফার্ম হতে বাজারে প্রতিদিন ন্যায্যমূল্যে চার লাখ ডিম বাজারজাত করা হয়। এরপরও মানুষের ডিমের চাহিদা থেকেই যায়।  এক্ষেত্রে সাবেক মেয়রের প্রতিষ্ঠান চাঁদ এগস প্রতিষ্ঠিত হওয়ায় যশোর তথা সারা দেশের মানুষ এর সুফল পাবে। প্রোটিনের চাহিদা মেটাতে ভূমিকা রাখবে ।  চাঁদ এগস’র ব্যবস্থাপনা পরিচালক যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু বলেন, আমার এ প্রতিষ্ঠান চাঁদ এগস’র ব্র্যান্ডের ডিম বাজারে এলে যশোর অঞ্চলের তথা সারাদেশের মানুষের প্রোটিনের চাহিদা মেটাতে ভূমিকা রাখবে।
চাঁদ এগস’র ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু জানান, মেয়ের নামে চাঁদ এগ্রো লিমিটেডের নতুন অঙ্গ প্রতিষ্ঠান করা হলো ‘চাঁদ এগস’। এ প্রতিষ্ঠানে আমেরিকার কাম্বারল্যান্ড প্রজেক্টের সর্বশেষ নতুন ও অত্যাধুনিক প্রযুক্তির  মাধ্যমে প্রতিদিন ২ লাখ ডিম উৎপাদন করা যাবে। ফ্রান্সের নবজেম জাতের  ৫২ হাজার মুরগীর বাচ্চা দিয়ে যাত্রা শুরু করা হলো এ প্রতিষ্ঠানের। আগামী মে মাসের প্রথম সপ্তাহে নতুন কোয়ালিটির ডিম বাজারজাত করা হবে। যশোরে বিশিষ্ট শিল্পপতি সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের পোল্ট্রি লেয়ার ফার্মের পাশাপাশি চাঁদ এগস‘র ডিম ন্যায্য মূল্যে মানুষ কিনে খেতে পারবে। এতে করে তাদের পুষ্টির ঘাটতি দূর হবে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদ এগস’র ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, ফ্রান্সের নবজেম কোম্পানীর বাংলাদেশের প্রধান আব্দুল্লাহ আল মামুন, পোল্ট্রি কনসালটেন্ট রফিকুল হক, আফিল গ্রুপে পরিচালক ও স্পন্দনের নির্বাহী সম্পাদক  মাহাবুব আলম লাবলু, আফিল গ্রুপের পরিচালক মুছা মাহমুদ, জেলা যুবলীগের সহসভাপতি রেজাউল ইসলামসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।