মোংলা-রামপালে নৌকার নতুন প্রার্থী চায় ৪ সম্ভাব্য প্রার্থী

এখন সময়: রবিবার, ১০ ডিসেম্বর , ২০২৩, ০৩:৩৩:৪২ এম

মোংলা প্রতিনিধি : বাগেরহাট-৩ আসনে (মোংলা -রামপাল) নৌকার নতুন প্রার্থী দিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন সম্ভাব্য চার প্রার্থী। তারা বলেন, তাদের মধ্যে একজনকে দিলে নৌকা জিতবে। অন্য কাউকে দিলে সেই নৌকা মোংলা রামপালের নদীতে চলবেনা। তাই নৌকার মাঝি পাল্টাতে হবে। 

সোমবার বিকেল ৫টায় মোংলায় কৃষকলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শোকসভায় বক্তারা এসব কথা বলেন। সভার শুরুতে বক্তব্য রাখেন রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আ.লীগের সদস্য শেখ আবু সাঈদ, মোংলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আ.লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারদার, খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ আবু হানিফ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহসভাপতি চিত্র নায়ক শাকিল খাঁন। এই চারজন দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হতে ব্যাপক প্রচারণা চালিয়ে আসছেন।

মোংলা উপজেলা কৃষকলীগের সভাপতি শাজাহান সিদ্দিকীর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন মোংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, বাগেরহাট জেলা পরিষদের সদস্য (মোংলা) আব্দুল জলিল শিকদার এবং রামপাল ও মোংলার আটজন ইউপি চেয়ারম্যান।