Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনে ওষুধ স্প্রে

এখন সময়: মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ০৫:৫১:৫৮ এম

 

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে ডেঙ্গু প্রকোপ বেড়ে যাওয়ায় ডেঙ্গু প্রতিরোধে ওষুধ স্প্রে করা হয়েছে। পাশাপাশি এসময় মাইকিং করে জনসাধারণকে সচেতন করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১টায় সমাজ সেবক ফেরদাউস শেখের ব্যক্তিগত উদ্যোগে ফকিরহাট সদর ইউনিয়নের পাগলা-দেয়াপাড়া ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়ির চারপাশে মশক নিধনের জন্য কীটনাশক ও ব্লিচিং পাউডার স্প্রে করে ছিটানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, লিটন শেখ, শেখ আ. গনি, আইয়ুব আলী ফকির, নজরুল শেখ, দেলদার সরদার, ওমর সরদার প্রমুখ।

এদিকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ১০ জন রোগী ভর্তি আছেন। গত জুন মাস থেকে এ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা গ্রহন করেছেন। এছাড়া বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে অনেক ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)