Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলে ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির সমাবেশ অনুষ্ঠিত

এখন সময়: সোমবার, ২০ জানুয়ারি , ২০২৫, ০৯:০৭:৫৮ এম

 

ফরহাদ খান, নড়াইল: বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি নড়াইল জেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের আদালত চত্বর মোড়ে একটি রেস্টুরেন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি নড়াইল জেলার সভাপতি প্রসেনজিৎ কুন্ডু, সাধারণ সম্পাদক মোহন কুন্ডু, সিনিয়র সহ-সভাপতি শান আল রশিদ সবুজ, সহ-সভাপতি প্রিয়াংকা গাইন, সহসাধারণ সম্পাদক নাজমুস সাদাত, ফ্রিল্যান্সার রানা মাহমুদসহ অনেকে।

 

বক্তারা বলেন, বাংলাদেশে ফ্রিল্যান্সার পেশা এখন জনপ্রিয় হয়ে উঠেছে। আগে পরিবার ও সমাজ এটাকে টাকা উপার্জনের মাধ্যম হিসেবে মেনে নিতে চায়তেন না। এখন সেই ধারণা বদলে গেছে। দিন দিন এ পেশার ব্যপ্তি বাড়ছে। দেশে এখন প্রায় ৬ লাখ ফ্রিল্যান্সার আছেন। বিশেষ করে তরুণ-তরুণীরা এ পেশায় এগিয়ে এসেছেন। নড়াইল জেলায়ও পেশাজীবী ফ্রিল্যান্সারের সংখ্যা বাড়ছে। তবে এ পেশায় টিকে থাকতে হলে মেধা, মনন ও ধৈর্য্যরে কোনো বিকল্প নেই। হঠাৎ করে সাফল্য পেতে চায়লে সেটা সম্ভব নয়। অন্ততপক্ষে তিন থেকে ছয়মাস ফ্রিল্যান্সারের বিভিন্ন দিক সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে।

বক্তারা আরো বলেন, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি নড়াইল জেলা শাখার মাধ্যমে বিনামূল্যে ফ্রিল্যান্সার সম্পর্কে ধারণা দেয়া হবে। পাশাপাশি চার মাসব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা থাকছে। দেশে তথ্য-প্রযুক্তির সুফল কাজে লাগিয়ে ফ্রিল্যান্সার পেশার মাধ্যমে বেকার যুবক-যুবতীদের আত্মপ্রত্যয়ী হিসেবে গড়ে তুলতে হবে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)