বিএম আলাউদ্দীন, আশাশুনি: জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে হয়। ভয় দেখিয়ে নয় জনগণকে ভালবেসে তাদের পাশে থাকতে হবে। কোনো জনপ্রতিনিধি নয়, জনগণ আসল ক্ষমতার মালিক। মঙ্গলবার দুপুরে আশাশুনি গার্লস স্কুল মাঠে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সদর ইউনিয়নের সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম এসব কথা বলেন।
আশাশুনি উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী মো. সামছুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বড়দল ইউনিয়নের চেয়ারম্যান জগদীশ সানা, শ্রীউলা ইউপির সাবেক চেয়ারম্যান আবু হেনা শাকিল, বুধহাটা ইউপির সাবেক চেয়ারম্যান আ ব ম মোসাদ্দেক, দরগাপুর ইউপির সাবেক চেয়ারম্যান জমির উদ্দীন, খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অহিদুল ইসলাম, শোভনালী ইউপির মো. নজরুল ইসলাম, আশাশুনি গার্লস স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, আশাশুনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হোসাইন, যুবলীগ নেতা আহসান উল্লাহ আছু, ইয়াহিয়া ইকবাল, মঙ্গল মেম্বার প্রমুখ।
দ্বিতীয় দফায় আগামী ২১ মে আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়েছে।