Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আলমডাঙ্গায় মাঠ দিবস ও ফলজ বৃক্ষের চারা বিতরণ

এখন সময়: বুধবার, ১৬ জুলাই , ২০২৫, ০৩:০২:১৮ এম

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা কৃষি সম্প্রসার অধিদপ্তরের উদ্যোগে গতকাল দুপুরে উপজেলার চরযাদবপুর মাঠে একটি মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ২০২৩-২৪ অর্থবছরে যশোর অঞ্চলে টেকসই কৃষিসম্প্রসাারণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর অংশ হিসেবে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীনের সভাপতিত্বে মাঠদিবসে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) কৃষিবিদ মোমরেজ আলী। উপসহকারী কৃষি অফিসার মোর্তুজাজামানের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপসহকারী কৃষি অফিসার আব্দুস সামাদ, আরিফুল ইসলাম, নজরুল ইসলাম ও কৃষক সোহাগ বিশ্বাস। বক্তব্য শেষে প্রধান অতিথি প্রায় ৭শ’ ফলজ বৃক্ষের চারা উপস্থিত কৃষাণ-কৃষাণীদের মাঝে বিতরণ করেন।  

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)