Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জাতীয় নির্বাচনকে ঘিরে যশোর তথ্য অফিসের ব্যস্ততা বেড়েছে

এখন সময়: সোমবার, ১৯ জানুয়ারি , ২০২৬, ০১:৩২:১৪ এম

নিজস্ব প্রতিবেদক : ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সমানে রেখে যশোর জেলা তথ্য অফিসের ব্যস্ততা বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই কর্মকর্তাদের গাড়ি নিয়ে ছুটতে হচ্ছে জেলার ৮ উপজেলার ইউনিয়নে ইউনিয়নে। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে এবং নির্বাচনে ভোটদানে উদ্বুদ্ধকরণ ও সচেতনতা সৃষ্টিতে সড়ক প্রচার বা মাইকিং এর পাশাপাশি চলছে উঠান বৈঠক, ভোটালাপ ও ১০ মিনিট ব্রিফিং কার্যক্রম। সরকারের যে কোনো ঘোষণা বা নির্দেশনা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর গুরুদায়িত্ব তথ্য অফিসকেই পালন করতে হয়। গতমাসে তফসিল ঘোষণার পর থেকেই জেলা তথ্য অফিসের ব্যস্ততায় নতুন মাত্রা যোগ হয়েছে। অফিস সূত্রে জানাগেছে- নির্বাচনী প্রচার কার্যক্রমে ৮ উপজেলার ৯৩ টি ইউনিয়নের মধ্যে ৭৮ টি ইউনিয়নে গ্রাম গ্রামান্তরে সড়ক প্রচার বা মাইকিং এর গাড়ি ছুটে বেড়িয়েছে। এছাড়াও ১২ টি উঠান বৈঠক, ২৫ টি ভোটালাপ এবং ১৫ টি ১০ মিনিট ব্রিফিং কার্যক্রম পরিচালিত হয়েছে। এই কার্যক্রম ভোটের আগ পর্যন্তই অব্যাহত থাকবে। এর সাথে হাটে বাজারে সচেতনতামূলক চিত্র প্রদর্শন করা হয়। এ বিষয়ে জেলার সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম জানান-সরকারের বিভিন্ন উন্নয়নমূলক এবং সচেতনতামূলক কার্যক্রমের প্রচার প্রচারণার পাশাপাশি এখন নির্বাচনের কার্যক্রমের অংশ হিসেবে ইউনিয়ন থেকে ইউনিয়নে আমাদের ছুটেচলা অব্যাহত রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)