নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ সামনে রেখে গণভোটে নারীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং ভোটাধিকার বিষয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে যশোরের মণিরামপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক এ সমাবেশের আয়োজন করে উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থা। রোববার (১৮ জানুয়ারি) সকালে জাতীয় মহিলা সংস্থার ট্রেনিং রুমে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন শ্রেণি–পেশার নারী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার মণিরামপুর উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. বকুল হোসেন, মাঠ সমন্বয়কারী মো. কবির হোসেন এবং তথ্য সেবা সহকারী নাসরিন আক্তারসহ অন্যান্যরা।