Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অপহৃত কিশোরী উদ্ধার ও অপহরণকারী চক্রের তিন সদস্য আটক

এখন সময়: সোমবার, ১৯ জানুয়ারি , ২০২৬, ০১:৩০:৫৪ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরের এক কিশোরীকে অপহরণের ঘটনায় তিনজনকে আটক ও কিশোরীকে উদ্ধার এবং আত্মসাতকৃত গহনা উদ্ধার করেছে কোতয়ালি থানা পুলিশ। শনিবার গাজীপুর জয়দেবপুর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, ঝিকরগাছার শিমুলিয়া গ্রামের বাসিন্দা ও যশোর শহরের নাজির শংকরপুর মাঠপাড়ার ভাড়াটিয়া জন মন্ডল ও তার ছেলে সুপ্ত নিকোলাস মন্ডল এবং শংকরপুর বাস টার্মিনাল এলাকার আবুল কাশেম মোল্লার ছেলে এমএম শাহারুজ্জামান ইয়ান্ত। মামলার অভিযোগে জানা গেছে, জন মন্ডল ওই কিশোরীর পিতার বাড়িতে ভাড়া থাকতো। পরবর্তীতে তারা পাশের একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। জন মন্ডলের স্ত্রী জয়া মন্ডল তাদের বাড়িতে আসা যাওয়া করত। গত ১৫ জানুয়ারি কিশোরীর বোনের নানী শাশুড়ি মারা যাওয়ায় তার পিতা ও মা পাবনায় চলে যায়। কিশোরীর ছোট চাচা তাকে নিতে এসে আর খুঁজে পায়নি। বিষয়টি তার পিতা ও মাকে জানান। কিশোরীর পিতা ও মা বাড়ি ফিরে দেখেন ঘরে কোন গহনা নেই। খোঁজাখুঁজি করে মেয়েকে উদ্ধারে ব্যর্থ হয়ে এ ঘটনায় কোতয়ালি থানায় জিডি করেন। জিডির তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর জয়দেবপুর থেকে ওই তিনজনকে আটক ও কিশোরীকে উদ্ধার করে পুলিশ। আটককৃতদের স্বীকারোক্তিতে আসামি সুপ্তর মামা বাড়ি থেকে একটি নেকলেস, এক জোড়া বালা ও গহনা বিক্রির ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়। আসামি সুপ্ত অপর আসামিদের সহযোগিতায় ওই কিশোরীকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে গিয়েছিল। এ ঘটনায় অপহৃত কিশোরীর পিতা বাদী হয়ে আটক তিনজনসহ ৪ জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেছেন। গতকাল আটক তিনজন ও অপহৃত কিশোরীকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। বিচারক কিশোরীর জবানবন্দি গ্রহণ শেষে পরিবারের জিম্মায় ও আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)