নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের নিউমার্কেট এলাকার রজনীগন্ধা তেল পাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় অরবিন্দু কর্মকার (৫৫) সড়কে ছিটকে পড়ে আহত হন। তিনি যশোর সদর উপজেলার খাজুরা রাজাপুর গ্রামের মৃত জ্ঞানেন্দ্রনাথ কর্মকারের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।