নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার দেয়াড়া মডেল ইউনিয়নের চান্দুটিয়ায় পাওনা টাকা চাওয়ার জেরে রড সিমেন্ট ব্যবসায়ীকে মারধরে জখম করা হয়েছে। শনিবার রাতে চান্দুটিয়ার কামারবাড়ি মোড়ে তার ওপর হামলার ঘটনা ঘটে। আহত জামির হোসেন (৫৫) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। চান্দুটিয়া গ্রামের বাসিন্দা জামির হোসেন জানান, চান্দুটিয়ার কামারবাড়ি মোড়ে তার রড-সিমেন্টের দোকান রয়েছে। বাকিতে মালামাল ক্রয় বাবদ একই গ্রামের সুজন হোসেনের কাছে সাড়ে ১২ হাজার টাকা পাবেন। বাকি টাকা চাওয়ায় তিনি ক্ষুব্ধ ছিলেন। শনিবার রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় সুজন তার ওপর হামলা চালায়। এ সময় তাকে ইটের আঘাতে জখম করা হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতের জামাই খলিলুর রহমান জানান, ঘটনার সময় তার শ্বশুর জাকিরের কাছ থেকে ব্যবসার ১ লাখ টাকা ও দামি মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে হামলাকারী জুয়েল। এ ঘটনায় মামলা করা হবে। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত জাকির হোসেন আশঙ্কামুক্ত। পুরুষ সার্জারী ওয়ার্ডে তার চিকিৎসা চলমান।