নিজস্ব প্রতিবেদক, নড়াইল নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামের সৈয়দ বকুল আলী ও তার পরিবারের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে করফা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মল্লিকপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ হিশাম উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ শাহিনুজ্জামান, ভুক্তভোগী সৈয়দ বকুল আলী, তার মা ফুলজান বেগম, ভাবী নাজনীন বেগম, মিনা বেগম, এলাকাবাসী সৈয়দ ফেরদাউস, মুক্তার আলী, এরদাউস আলী, মোহাম্মদ আনজাল গাজী, সৈয়দ রবিউল ইসলাম, মোহাম্মদ সিরি গাজী, সৈয়দ আকবর হোসেন, নিরু বেগম, তৃপ্তি আলম, পালন বেগম, মিলন বেগম, ফেরদৌসী বেগম, শেখ মুস্তাফিজুর রহমানসহ অনেকে। বক্তারা বলেন, সৈয়দ বকুল আলী পাশের ইতনা গ্রামের জান্নাতুল ফেরদৌস সাদিয়াকে প্রায় আড়াই বছর আগে বিয়ে করেন। বিয়ের কয়েক মাস পর সাদিয়ার পরকীয়া প্রেম ধরা পড়ায় স্বামী বকুল আলীর সঙ্গে দাম্পত্য কলহ শুরু হয়। এ নিয়ে মল্লিকপুর ও ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের উপস্থিতিতে দুইপক্ষের মধ্যে একাধিকবার সালিস বৈঠক হলেও কোনো কাজ হয়নি। স্ত্রীর পরকীয়া প্রেমে বাধা দেয়ায় স্বামী বকুল আলী, তার মা, বোন ও ভাবীর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা নারী নির্যাতন এবং যৌতুক মামলা দিয়েছে। এ মামলায় বকুল আলী একমাস হাজতও খেটেছেন।