ফরহাদ খান, নড়াইল: নড়াইল সদর উপজেলা পর্যায়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ বালক (অনুর্ধ্ব-১৭) এবং ‘বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ বালিকা (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা তবিবুর রহমান খান, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক কৃষ্ণপদ দাস, কলোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশিষ বিশ্বাস, আউড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম পলাশসহ অনেকে। উদ্বোধনী দিনে তিনটি খেলায় কলোড়া, তুলারামপুর ও মুলিয়া ইউনিয়ন জয়লাভ করে।
নড়াইল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় টুর্নামেন্টে বালক ও বালিকা গ্রুপে সদর উপজেলার ১৩টি ইউনিয়ন অংশগ্রহণ করছে। আগামী ৬ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।