Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহম্মদপুরে অগ্নিকাণ্ডে স্কুল শিক্ষকের ৩ গরু দগ্ধ

এখন সময়: বুধবার, ১১ সেপ্টেম্বর , ২০২৪, ০১:২০:০৮ পিএম

 

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের কুলিপাড়া গ্রামের বাসিন্দা আশুতোষ বসুর বাড়ির গোয়ালঘরে মঙ্গলবার রাতে দুর্বৃত্তদের দেওয়া অগ্নিকান্ডে স্কুল শিক্ষকের ৩টি গরু আগুনে পুড়ে মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। এ সময় গোয়ালঘরটিও পুড়ে ভষ্মিভূত হয় ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে উপজেলার বাবুখালীর ধুলজোড়া চুড়ারগাতী পিসি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও কুলিপাড়া গ্রামের বাসিন্দা আশুতোষ বসু প্রতিদিনের ন্যায় গরুগুলি ঘরে রেখে ঘুমাতে যান। আনুমানিক রাত ১২ টার দিকে হঠাৎ আগুন দেখতে পেয়ে সকলে চিৎকার শুরু করেন । চিৎকার শুনে প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে এবং গরুগুলি উদ্ধার করে। বুধবার দুপুরে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সুব্রত সেন বিশ^াসের  নেতৃত্বে একটি মেডিকেল টিম নিয়ে আহত গরুগুলি পরিদর্শন সহ প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। এ ঘটনায় তাঁর পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক আশুতোষ বসু জানান অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে অজ্ঞাত দুর্বৃত্তরা এ ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ ঠাকুর দাস মন্ডল জানান এ ঘটনায় জিডি করা হয়েছে। যদি কোন দুস্কৃতকারী আগুন লাগিয়ে থাকে তাহলে বিষয়টি আমরা তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)