Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নিখোঁজ ট্রলার শ্রমিকের লাশ উদ্ধার

এখন সময়: বুধবার, ১১ ডিসেম্বর , ২০২৪, ০৮:৪৭:০০ পিএম

দাকোপ প্রতিনিধি : দাকোপ সদর আছাভূয়া এলাকার চুনকুড়ি নদী থেকে ট্রলার শ্রমিক বাহার গাজীর (৫০) লাশ উদ্ধার হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যরা লাশ গ্রহণ করেছে। শুক্রবার ভোরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে দাকোপ থানার নৌ পুলিশের সদস্যরা চুনকুড়ি নদী থেকে ভাসমান অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের অল্প সময়ের ব্যবধানে পরিবারের সদস্যরা এসে তার পরিচয় শনাক্ত করে।
মৃতের পরিবার সূত্রে জানা যায়, খুলনা কাস্টমঘাট এলাকার এমভি সাদিয়া নামক ইটবাহী ট্রলারে তিনি শ্রমিক হিসাবে কাজ করতেন। গত ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় খুলনা থেকে ইট বোঝাই ট্রলারটি মোড়লগঞ্জ অভিমুখে যাওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ভৈরব নদের খুলনা রেল ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ফিসিং বোটের সাথে সংঘর্ষ হয়। এ সময় ইটবাহী ট্রলারের ৩ শ্রমিক নদে পড়ে যায়।
ঘটনার পর ২ শ্রমিক সাঁতার কেটে তীরে উঠতে পারলেও বাহার গাজীর সন্ধান মেলেনি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনুসন্ধান তৎপরতা চালাতে থাকে। অবশেষে ঘটনার ৩ দিনের মাথায় শুক্রবার ভোরে তার লাশ দাকোপের চুনকুড়ি নদী তীরে ভাসতে দেখা যায়।
দাকোপ ফায়ার সার্ভিস সদস্যরা লাশ তুলে পুলিশের নিকট হস্তান্তর করে। এরপর মৃত্যু বাহার গাজীর পুত্র জাহিদুল গাজী নৌ পুলিশ, দাকোপ থানাসহ প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ গ্রহণ করে। জানা গেছে মরদেহটি দাফনের জন্য তার গ্রামের বাড়ী বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার ছোটবাদুরা গ্রামে নেয়া হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)