Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলে সাহেব হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

এখন সময়: শুক্রবার, ১৭ জানুয়ারি , ২০২৫, ০৬:৫৭:১৩ এম

নিজস্ব প্রতিবেদক, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার রাজাপুর গ্রামে সাহেব আলী হত্যা মামলায় দুইভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। মঙ্গলবার  দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক শাজাহান আলী এ রায় দেন। দণ্ডিতরা হলেন, কালিয়া উপজেলার রাজাপুর গ্রামের খলিল ফকির ও মারুফ ফকির। এর মধ্যে খলিল আদালতে উপস্থিত ছিলেন। আরেকজন পলাতক আছেন। নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) কাজী জিয়াউর রহমান পিকুল বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০০২ সালে ১৯ অক্টোবর সকালে কালিয়া উপজেলার রাজাপুর গ্রামের সাহেব আলী প্রতিপক্ষ লোকজনের ধারালো অস্ত্রের কোপে নিহত হন। এ ঘটনায় ১৪ জনকে আসামি করে কালিয়া থানায় মামলা দায়ের হয়। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দুইজনকে যাবজ্জীবন এবং অন্য আসামিদের বেকসুর খালাস দেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)