প্রেসবিজ্ঞপ্তি: তেভাগা আন্দোলনের অন্যতম নেতা উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের পথিকৃৎ কমরেড অমল সেনের ২৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ীতে অমল সেন স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে ৩ দিনব্যাপী স্মরণ সভার শেষ দিন ছিল রোববার। এদিন অমল সেনের জীবনের উপর প্রতিযোগিতামূলক উন্মুক্ত আলোচনা ও নারীদের চেয়ারে সিটিংয়ের মধ্য সমাপনী দিনের কর্মসূচি শুরু হয়। তারপর অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সহ-সভাপতি কংকন পাঠক এর সভাপতিত্বে আলোচনা, সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আলোচনা করেন অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা তসলিম উর রহমান রহমান, বর্ষিয়ান কমিউনিস্ট নেত্রী মনোয়ারা সিদ্দিকী ছবি, নারী মুক্তি পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সখিনা বেগম দীপ্তি,অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সদস্য বিথিকা বিশ্বাস,,ভারতি বিশ্বাস,মলয় লস্কর, আনন্দ রায় প্রমুখ। আলোচনা সভা শেষে তিনদিন ধরে চলা চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন অমল সেন স্মৃতি রক্ষা কমিটির নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক বিপুল বিশ্বাস।