Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আর এন রোড ক্রীড়া চক্রের কম্বল বিতরণ

এখন সময়: সোমবার, ১৯ জানুয়ারি , ২০২৬, ১২:১৫:২৬ এম

নিজম্ব প্রতিবেদক: শহরের ডোমপটির বাসিন্দা বাবুলাল। তিনি পৌরসভার আধীনে পরিচ্ছনতা কর্মী হিসেবে কাজ করেন। এবছর প্রচন্ড শৈতপ্রবাহের পরও কোনো গরম কাপড় জোটেনি তার। আর.এন. রোড ক্রীড়া চক্র, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে থেকে বিতরণ করা কম্বল পেয়ে খুশি তিনি। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে হাসতে হাসতে বাবুলাল বলেন, এবছর প্রথম কম্বল পাইছি। ভাল তো লাগছে। আমি রাস্তায় কাজ করি। নতুন কম্বল পেয়ে খুশি লাগছে। রোববার সকালে আর.এন. রোডের খেলার মাঠে কম্বল বিতরণ করার সময় এমন চিত্র দেখা যায়। শুধু বাবু লাল না এমন ৩ শতাধিক শীতার্থ মানুষ কম্বল পেয়েছেন। যাদের মধ্যে বয়স্ক, অসহায় ও নিন্ম আয়ের মানুষের সংখ্যাই বেশি। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন,আর.এন. রোড ক্রীড়া চক্রের সভাপতি মোস্তফা গোলাম কাদের, সহ সভাপতি সিরাজ খান মিন্টু, এজাজ উদ্দীন টিপু, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হুদা খকান মনি, সদস্য মেহেদি হাসান শিমুল, রিপন ভূঁইয়া প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)