Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মণিরামপুর আসনে লড়বেন ৫ প্রার্থী

এখন সময়: সোমবার, ১৯ জানুয়ারি , ২০২৬, ১২:১৫:৪১ এম

আব্দুল মতিন, মণিরামপুর : ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে যশোর-৫ (মণিরামপুর) আসনে নির্বাচনে লড়বেন ৫ প্রার্থী। তারা হলেন-জামায়াতে ইসলামের প্রার্থী অ্যাড. গাজী এনামুল হোসেন, স্বতন্ত্র প্রার্থী অ্যাড.শহীদ ইকবাল হোসেন, ধানের শীষ প্রতীকের প্রার্থী রশিদ আহমাদ, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন টিপু এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এমএ হালিম। এ আসনে নতুন খেলা জমতে শুরু করেছে। উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. শহীদ ইকবাল হোসেন যখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে অবস্থান করছেন ঠিক সেই মুহুর্তে উপজেলা বিএনপি দু’টি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। বিএনপির একটি অংশ ধানের শীষ প্রতীকের প্রার্থী রশিদ আহমাদের সঙ্গে নির্বাচনী কার্যক্রম অব্যহত রেখেছেন। এরই মাঝখানে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী অ্যাড. গাজী এনামুল হক সুবিধাজনক অবস্থানে মাঠে রয়েছেন। উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৩ লাখ ৭৭ হাজার ২৮৫ জন ভোটার নিয়ে ৮৯. যশোর-৫ (মণিরামপুর) আসনটি গঠিত। বরাবরই এই আসনটিতে সংসদ নির্বাচন এলেই বিএনপির গ্রুপিং প্রকাশ্যে চলে আসে। যে অবস্থা বর্তমানেও বিরাজ করছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুসহ শীর্ষ পর্যায়ের একাধিক নেতা কাজ করছেন ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে। অপরদিকে উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. শহীদ ইকবাল হোসেনের সাথে পৌর বিএনপির সভাপতি ও সম্পাদকসহ একাংশের নেতা রয়েছে নির্বাচনী মাঠে। যার ফলশ্রুতিতে দলের অভ্যন্তীরন গ্রুপিংয়ের প্রভাব পড়ছে সাধারণ নেতাকর্মীদের উপর। এই সুযোগটি কাজে লাগাচ্ছে জামায়াতে ইসলামী বলে জানাগেছে। যেকারণে নির্বাচনী আমেজ নেই বললেই চলে। প্রার্থীসহ কতিপয় নেতা বিভিন্ন দোয়া অনুষ্ঠানসহ সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। যদিও এই আসনটিতে বৈধ প্রার্থী রয়েছেন ৫ জন। এই পাঁচ প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন টিপু এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এমএ হালিমও ছুটছেন সাধারণ জনগণের মাঝে। তবে, ৫ প্রার্থীর মধ্যে সর্বমহলে আলোচনায় রয়েছেন তিন প্রার্থীকে নিয়ে। চায়ের টেবিলে র্শীষ আলোচনায় রয়েছেন জামায়াতে ইসলামের প্রার্থী অ্যাড.গাজী এনামুল হোসেন, স্বতন্ত্র প্রার্থী অ্যাড.শহীদ ইকবাল হোসেন ও ধানের শীষ প্রতীকের প্রার্থী রশিদ আহমাদ। জানা গেছে, স্বাধীনতা পরবর্তী সময়ে এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, স্বপন ভট্টাচার্য্য ও সর্বশেষ এসএম ইয়াকুব আলী সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। একারণে বর্তমানে স্বতন্ত্র প্রার্থী মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. শহীদ ইকবাল হোসেনকে ক্উে হালকা করে দেখছেন না। তবে তার ঘনিষ্ঠ কর্মীরা বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে দাবী করছেন। মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. শহীদ ইকবাল হোসেন বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপিকে উত্থাণ করা চেষ্টা করছি। সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বলেন- দল যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষে কাজ করছি। সেই মোতাবেক আমরা ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করছি। জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী অ্যাড.গাজী এনামুল হক বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আমরা বিজয়ী হবো।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)