নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর নগ্ন ছবি ও ভিডিও ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে চাঁদাদাবির অভিযোগে সাজ্জাদুল ইসলাম বন্ধন নামে এক যুকবকে আটক করেছে পুলিশ। বন্ধন যশোর সদরের বড় বালিয়াডাঙ্গা গ্রমের রফিকুল ইসলাম বাবলুর ছেলে। শনিবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। মামলার অভিযোগে জানা গেছে, ফেসবুকে নিরব ভাই নামের একটি আইডি এডমিনের সাথে পরিচয় ও বন্ধুত্ব হয় নারীর। গত ১০ জানুয়ারি এডমিন ওই নারীর কিছু নগ্ন ছবি ও ভিডিও সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মধ্যমে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। এরপর এসব ছবি ও ভিডিও তার ভাবীর মোবাইলে দিয়ে চাঁদা দাবি করে। এতে অপমানিত হয়ে ওই নারী কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করে। বর্তমানে ওই নারী খুলনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনা জানাজানির পর ওই নারীর ভাই পর্নোগ্রাফি আইনে কোতয়ালি থানায় মামলা করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় নিরব ভাই ফেসবুক আইডির এডমিন সাজ্জাদুল ইসলাম বন্ধনকে আটক করে। রোববার আটক বন্ধনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।