Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

উচ্চ আদালতের নির্দেশ : যশোর-৩ আসনে এনসিপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ

এখন সময়: সোমবার, ১৯ জানুয়ারি , ২০২৬, ১২:১৭:৪৬ এম

নিজস্ব প্রতিবেদক: উচ্চ আদালতের নির্দেশে যশোর-৩ (সদর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী খালেদ সাইফুল্লাহ জুয়েলের মনোনয়নপত্র জমা নিয়েছেন ডেপুটি কমিশনার (ডিসি) ও রিটার্নিং কমকর্তা মোহাম্মদ আশেক হাসান। রোববার বিকেলে এমপি প্রার্থী খালেদ সাইফুল্লাহ জুয়েল আইনজীবী শাহরিয়ার বাবুকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেয়ার আগে দলটির নেতাকর্মীরা যশোরের ডিসি অফিস কালেক্টরেট চত্বরে সমবেত হন। সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় কমিটির সদস্য সালমান হাসান রাজিব, ইঞ্জিনিয়ার আরিফ জামান, আসমা ইসলাম, এনসিপি’র সংগঠক আব্দুল মতিন, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য বাইজিদ হোসাইন, এনসিপির আসাদুজ্জামান বাবুল, খালিদ কবির, জাতীয় যুবশক্তির জেলা কমিটির সদস্য সচিব ফারহিন আহমেদ, যুগ্ম সদস্য সচিব রিয়াজ তাহসিন তাইওয়ান ও রুপম আহসান, জেলা ছাত্র শক্তির সংগঠক খান মিফতাহুল অমিত প্রমুখ। মনোনয়নপত্র জমা দেয়ার পর খালিদ সাইফুল্লাহ জুয়েল সাংবাদিকদের বলেন, যশোর-৩ (সদর) আসনে নির্বাচন করার উদ্দেশ্যে আইনি লড়াই শেষে মনোনয়নপত্র জমা দিয়েছি। এরই মধ্যে ১০ দলীয় জোটের শরিকদের মধ্যে আসন সমঝোতা নিয়ে নতুন করে আলোচনা চলমান রয়েছে। সেদিক থেকে যশোর-৩ (সদর) আসনে এনসিপির নির্বাচন করার সম্ভাবনা রয়েছে। তবে দল ও জোটের স্বার্থে যে সিদ্ধান্ত আসবে সেটিকে আমরা স্বাগত জানাবো।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)