ক্রীড়া প্রতিবেদক: রোববার যশোরে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৭ (বালক/বালিকা) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা। স্থানীয় শামস্-উল হুদা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ৩টি ম্যাচ হয়েছে। এর মধ্যে একটি ম্যাচে ঘটেছে ওয়াকওভারের মত ঘটনা। এর মধ্যে বালক বিভাগের ২টি ও বালিকা বিভাগের একটি ম্যাচ হয়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় যশোর সদর ও কেশবপুর উপজেলার বালিকা দল। এ ম্যাচে সদরকে ২-০ গোলে হারায় কেশবপুর উপজেলা দল। কেশবপুর উপজেলা দলের পক্ষে তাসমিম নাহার ম্যাচের ৮ ও ২৮মিনিটে একাই ২ টি গোল করেন। দিনের দ্বিতীয় ম্যাচে অংশ নেয় সদর উপজেলা ও কেশবপুর উপজেলার বালক দল। এ ম্যাচের নির্ধারিত সময়ে ছিল ২-২ গোল সমতায়। পরে টাইব্রেকারে ৩-২ গোলে জয় পায় সদরের বালকরা। ম্যাচের নির্ধারিত সময়ে সদরের পক্ষে ইয়াসিন আরাফাত ৯ মিনিট ও জিহাদ হোসেন ২৭ মিনিটে উভয়ে একটি করে গোল করেন। কেশবপুরের হয়ে গোল ২ টি করেন তানজিম রানা ম্যাচের ৩৩ ও ৪৭ মিনিটে। তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় চৌগাছা ও শার্শা উপজেলার বালক দল। এ ম্যাচে একক আধিপত্য বজায় রেখে ৩-০ গোলে জয় তুলে নেয় শার্শা উপজেলা দল। একাই তিনটি গোল করে চলতি টুর্নামেন্টের প্রথম খেলোয়াড় হিসেব হ্যাটট্রিক করেন সাকির হোসেন। তিনি ম্যাচের ৩, ২১ ও ২৯ মিনিটে গোলগুলো করেন। দিনের শেষ ও চতুর্থ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল চৌগাছা ও শার্শা উপজেলার বালিকাদের। শার্শা উপজেলার বালিকারা মাঠে উপস্থিত হলেও চৌগাছার বালিকারা মাঠে উপস্থিত হননি। ফলে ওয়াকওভার পেয়ে জয়ী হয় শার্শা উপজেলার বালিক দল। সকালে উদ্বোধনী খেলার আগে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দেবনাথ, ক্রীড়া সংগঠক অ্যাডভোকেট নজরুল ইসলাম, সোহেল আল মামুন নিসাদ প্রমুখ। সার্বিক অনুষ্ঠান সঞ্চালন করেন ক্রীড়া সংগঠক নিবাস হালদার। এদিকে,আয়োজকদের পক্ষ থেকে আগে থেকেই জানানো হয়েছিল জেলার ৮ টি উপজেলা শার্শা, ঝিকরগাছা, চৌগাছা, সদর, বাঘারপাড়া, অভয়নগর, মণিরামপুর ও কেশবপুর উপজেলার বালক ও বালিকা ফুটবল দল এ প্রতিযোগিতায় অংশ নেবে। উপজেলার পাশাপাশি যশোর পৌরসভার বালক ও বালিকা ফুটবল দল খেলবে এ আসরে। কিন্তু উদ্বোধনী দিনে শেষের ম্যাচে মাঠের লড়াইয়ে অবতীর্ণ হওয়ার কথা ছিল শার্শা ও চৌগাছা উপজেলার বালিকাদের ম্যাচটি। কিন্তু চৌগাছার বালিকারা মাঠে না আসায় ওয়াকওভারের ঘটনা ঘটে। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় মাঠে না আসার বিষয়টিকে অনেককেই হতবাক করছেন।