অভয়নগর (যশোর) প্রতিনিধি: অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের কপালে যেন দুর্ভোগ ছাড়া আর কিছু নেই। প্রতি বছর বর্ষা এলেই স্কুল মাঠে জমে হাঁটুসমান পানি। ক্লাস করতে গেলে জলমগ্ন মাঠ পেরিয়ে শ্রেণিকক্ষে যেতে হয় ছাত্রছাত্রীদের। অনেক সময় পানিতে পড়ে গিয়ে বই-খাতা ভিজে যায়, পা পিছলে আহত হওয়ার ঘটনাও ঘটে। এ অবস্থায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। কোনো রকমে যারা আসে, তারাও ভেজা পোশাক, ভিজে বই নিয়ে ক্লাস করতে হয়। এতে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়রা জানান, পূর্বদিকে যে খাল দিয়ে বিদ্যালয়ের পানি ভৈরব নদীতে যেত, তা বন্ধ হয়ে গেছে ভাটপাড়া ইকোপার্ক নির্মাণের পর। ফলে বিদ্যালয় মাঠের পানি বের হওয়ার আর কোনো সুযোগ নেই। বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ থেকে এক সময় একটি ড্রেন নির্মাণ করা হলেও তা কোনো কাজে আসেনি। ফলে বর্ষা মৌসুমে অবস্থা আরও ভয়াবহ রূপ নেয়।
বিদ্যালয়ের শিক্ষার্থী হোসনেয়ারা খাতুন জানায়, প্রায় প্রতিদিন পানি মাড়িয়ে ক্লাসে যেতে হয়। অনেক সময় বই-খাতা পানিতে পড়ে নষ্ট হয়ে যায়। কেউ কেউ পা পিছলে পড়ে গিয়ে আহতও হয়েছে।
এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সেলিম রেজা বলেন, ‘সম্প্রতি টানা বৃষ্টিতে বিদ্যালয়ের মাঠ তো বটেই, ভবনের বারান্দা পর্যন্ত পানি উঠে যাওয়ার উপক্রম হয়েছে। এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। জলাবদ্ধতার স্থায়ী সমাধানে আমরা ডিসি অফিস থেকে বরাদ্দ আনার চেষ্টা করছি।’
এ ব্যাপারে বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের প্রতিনিধি এসি শরিফুল ইসলামের সঙ্গে কথা হয়েছে। ডিসি মহোদয়ের আশ্বাস পেয়েছি। খুব শিগগিরই ড্রেন নির্মাণ করে পানি ভৈরব নদীতে নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।’