Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে পিস্তলসহ যুবলীগ নেতা ও তিন সহযোগী গ্রেপ্তার

এখন সময়: বৃহস্পতিবার, ১৭ জুলাই , ২০২৫, ০৩:১৩:০৪ এম

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে বিদেশি পিস্তল ও গুলিসহ স্থানীয় যুবলীগ নেতা মেহেদী হাসান হৃদয় (৩২) ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলার নওয়াপাড়া ড্রাইভারপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার নওয়াপাড়া ড্রাইভারপাড়ার সিরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান হৃদয়, একই এলাকার নেছার উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন, বুইকরা গ্রামের হুরাইরা ও কলাগাছি গ্রামের মিন্টু।

যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জরুল হক ভুঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে নওয়াপাড়া পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক হৃদয়কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির মুরগির খোপ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি গুলি উদ্ধার করে পুলিশ। হৃদয়ের দেয়া তথ্যমতে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো বলেন, তারা সবাই নওয়াপাড়া পৌর কৃষকদল নেতা তরিকুল ইসলাম সরদার হত্যা মামলার সন্দেহভাজন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ২২মে নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি তরিকুল ইসলামকে একটি মাছের ঘের নিয়ে বিরোধের জেরে ডহর মশিয়াহাটি এলাকায় গুলি ও কুপিয়ে হত্যা করে। এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই রফিকুল ইসলাম টুলু বাদী হয়ে অভয়নগর থানায় ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ দেখিয়ে মামলা দায়ের করেন। এর মধ্যে এজাহারনামীয় তিনজন ও অজ্ঞাত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)