Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে এনসিপির ‘ব্লকেড’কর্মসূচি পালন

এখন সময়: বৃহস্পতিবার, ১৭ জুলাই , ২০২৫, ০২:৫০:৩৯ এম

 

নিজস্ব প্রতিবেদক: যশোর চাঁচড়া মোড়ে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনায় এ কর্মসূচি পালন করেন তারা। বুধবার বিকাল ৫টার দিকে চাঁচড়া মোড়ে সড়কের উপরে দাঁড়িয়ে প্রায় পৌনে এক ঘন্টা এই কর্মসূচি পালন করেন। যশোর-খুলনা, যশোর-ঝিনাইদহ ও যশোর-সাতক্ষীরা মহাসড়কের সংযোগ স্থল চাঁচড়ার মোড় হওয়াতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। কর্মসূচিতে আওয়ামী লীগের বিরুদ্ধে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় বক্তারা, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এনসিপির নেতাকর্মী ও তাদের বহরে হামলার ঘটনায় দ্রুত গ্রেফতারের দাবি জানান।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল বলেন,  স্বৈরাচারী শাসন থেকে মুক্তির জন্য ছাত্র-জনতা দীর্ঘদিন ধরে লড়াই করেছে। বহু প্রাণ গেছে, আহত হয়েছে হাজার হাজার মানুষ। তার পরেও আবারও আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা দেশটাকে অস্থিশীল করতে চাইছে। আওয়ামী লীগ ফ্যাসিবাদী ও তাদের দালালেরা আর এই দেশে রাজনীতি করতে পারবে না। আজ এই ‘ব্লকেড’ কর্মসূচি আমাদের পরিস্থিতি এখানেই এনেছে। আমরা বলতে চাই, এই প্রশাসের দুর্বলতাকে পুঁজি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবারও প্রকােশ্যে আসছে চাইছে। তাদের সন্ত্রাসী তান্ডব চাচ্ছালে। তাদের হুঁশিয়ারি করতে চাই, প্রশাসন দুর্বল হলেও দেশে হাজার হাজার ছাত্রজনতা আবারও তাদের জবাব দিতে প্রস্তুত রয়েছে। এ সময় সংগঠনটির জেলা সংগঠক মনিরুজ্জামান আজাদ, নুরুজ্জামান বক্তব্য রাখেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)