Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরে দোয়া মাহফিল, জানের সাদকা প্রদান ও প্রার্থনা অব্যাহত

এখন সময়: বুধবার, ৩ ডিসেম্বর , ২০২৫, ০৯:১৭:৪৫ পিএম

নিজস্ব প্রতিবেদক : গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরে দোয়া মাহফিল, জানের সাদকা প্রদান, প্রার্থনা অব্যাহত রয়েছে। বুধবার বিএনপি অঙ্গ সংগঠনসহ, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নীলগঞ্জ মহাশ্মশান মন্দির কমিটির উদ্যোগে গণতন্ত্রের মাতার সুস্থতায় বিশেষ প্রার্থনা করা হয়।
বুধবার বাদ আসর জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা মহিলা আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এর আগে সকালে নগর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে আপোষহীন দেশনেত্রীর সুস্থতা কামনায় ঘোপ কবর স্থান মসজিদ মাদ্রাসা জানের সাদকা হিসেবে ছাগল প্রদান করেন জেলা বিএনপির সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু। ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড যশোর সার্কেল-২ এর কার্যালয়ে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড যশোর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমুল্য কুমার সরকার। যশোর সরকারি এম এম কলেজে ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ এ কে এম শরিফুল ইসলাম।
বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি যশোর জেলা শাখার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৃথক দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক সদস্য খন্দকার মাসুদুল হক, ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড যশোর সার্কেলের-১ এর নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিন, সার্কেল-২ এর নির্বাহী প্রকৌশলী জি এম মাহমুদ প্রধান, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ফারুক আহমদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন, বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি যশোর জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন খান, সহ-সভাপতি কামরুল ইসলাম হেলাল, আব্দুল খালেক, অতিরিক্ত সাধারণ সম্পাদক নুর উদ্দিন খান, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। নীলগঞ্জ মহাশ্মশান মন্দির কমিটির আয়োজিত বিশেষ প্রার্থনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার সদস্য সচিব নির্মল কুমার বিট।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)