লোহাগড়া প্রতিনিধি : তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকায় যাওয়ার পথে লোহাগড়া কৃষক দল নেতার মৃত্যু হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সাক্ষী হতে নড়াইল থেকে ঢাকায় যাওয়ার পথে ভাংগা নামক স্থানে পৌঁছালে লোহাগড়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক মুন্সী খায়রুজ্জামান আলমের স্ট্রোকজনিত কারনে মৃত্যু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকায় চলন্ত বাসে অসুস্থ হয়ে পড়লে মুন্সী খায়রুজ্জামান আলমকে ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক। মৃত মুন্সী খায়রুজ্জামান আলম লোহাগড়া উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত চেরাগ মুন্সির ছেলে। তিনি লোহাগড়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন। লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম জানান, লোহাগড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মুন্সী খায়রুজ্জামান আলমের মৃত্যু হয়। এতে নড়াইল জেলা বিএনপি পরিবার শোকাহত।