নিজস্ব প্রতিবেদক : যশোর পৌরপার্কে শুরু হয়েছে নারী উদ্যোক্তা প্লাটফর্মের (যনাউ) আয়োজনে তিন দিনব্যাপী পণ্য ও পিঠা মেলা। বৃহস্পতিবার সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খন্দকার জাকির হোসেন নারী উদ্যোক্তাদের সাথে নিয়ে কেক কেটে এই মেলার উদ্বোধন করেন। আয়োজক সংগঠন নারী উদ্যোক্তা প্লাটফর্মের সভাপতি জেসমিন রোজ অতিথিদের স্বাগত জানান। মেলায় জেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও নারী উদ্যোক্তাের ৪৩ টি স্টলে প্রদর্শিত হচ্ছে হরেক রকম পিঠা পায়েসের পাশাপাশি বাঁশ, বেত, কাঠ ও কাপড়ের তৈরি হস্তশিল্প। সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সকলের জন্যই উন্মুক্ত এই মেলা। চলমান শৈত্য প্রবাহের মাঝে মেলার প্রথম দিনেই পিঠা প্রেমী নারী-পুরুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। ২৭ ডিসেম্বর সর্বোচ্চ বিক্রেতা স্টলকে পুরস্কার প্রদানের মধ্য দিয়ে এই মেলার সমাপ্তি হবে।