Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীকে মারধর ও নগদ টাকা লুটের অভিযোগ

এখন সময়: সোমবার, ১৯ জানুয়ারি , ২০২৬, ১২:৩৯:২০ এম

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে খাবারের বিল চাওয়াকে কেন্দ্র করে এক হোটেল ব্যবসায়ীকে মারধর ও নগদ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত ওই ব্যবসায়ী কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী সুমন মিয়া (৪০) শহরের ফয়লা গ্রামের মৃত আবদি মিয়ার ছেলে এবং তিনি কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় নিউ থ্রি স্টার দধি ভান্ডার নামের একটি খাবার হোটেলের মালিক। অভিযোগ সূত্রে জানা যায়, ওবাইদুল্লাহ (১৯), আব্দুল্লাহ (২১), সিফাত (২০), ইব্রাহিম (২০), সাজু (২২)সহ কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে হোটেলে খাওয়া দাওয়া করলেও বিল পরিশোধ না করে চলে যেত। গত ১৭ জানুয়ারি সকাল আনুমানিক ১১টার দিকে তারা হোটেলে খাওয়ার পর পুনরায় বিল না দিয়ে চলে যেতে চাইলে বিল চাইলে অভিযুক্তরা ব্যবসায়ীকে খুন জখম ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় একই দিন রাত আনুমানিক ১১টার দিকে অভিযুক্তরা আরও ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ হোটেলে অনধিকার প্রবেশ করে গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করলে অভিযুক্ত আব্দুল্লাহর নির্দেশে ওবাইদুল্লাহ, সিফাত ও সাজু হাতুড়ি ও লোহার রড দিয়ে সুমন মিয়াকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ সময় অভিযুক্ত আব্দুল্লাহ ও ইব্রাহিম হোটেলের ক্যাশ ড্রয়ার থেকে নগদ এক লাখ পনের হাজার টাকা লুট করে নেয় বলে অভিযোগে উল্লেখ করেছেন। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ভবিষ্যতে প্রাণনাশসহ নানা ধরনের ক্ষয়ক্ষতির হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত সুমন মিয়াকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পারিবারিক ও স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)