বাঘারপাড়া প্রতিনিধি : যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বাঘারপাড়ায় মানববন্ধন হয়েছে। শুক্রবার সকালে উপজেলার দোহাকুলা কলেজ রোডে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন বিশ্বাস, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, মিঠু রানা, সাখাওয়াত আলী, হারুন আহম্মেদ, সজীব হোসেন প্রমুখ।