Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒অষ্টম জাতীয় খো খো চ্যাম্পিয়নশীপ শুরু

প্রথম দিনে জয় পেয়েছে যশোর জেলা মহিলা দল

এখন সময়: রবিবার, ৭ সেপ্টেম্বর , ২০২৫, ১১:৫৫:২৪ এম

ক্রীড়া প্রতিবেদক : ঢাকায় তারণ্যের উৎসব উপলক্ষে বাংলাদেশ খো খো ফেডারেশনের সহায়তায় এবং মার্কেন্টাইল ব্যাংক ও বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের পৃষ্ঠপোষকতায় শুক্রবার শুরু হয়েছে অষ্টম জাতীয় খো খো (পুরুষ ও মহিলা) চ্যাম্পিয়নশীপ। তিন দিনব্যাপী জাতীয় এ প্রতিযোগিতার প্রথমদিনে জয় পেয়েছে যশোর জেলা মহিলা দল। যশোর ১ পয়েন্ট ও এক ইনিংস ব্যবধানে সাতক্ষীরা জেলা মহিলা দলকে পরাজিত করে। উদ্বোধনী খেলায় নীলফামারি মহিলা দলকে ইনিংস ও ২ পয়েন্ট ব্যবধানে হারায় বাংলাদেশ আনসার ও ভিডিপি। দিনের অপর ম্যাচে যশোর জেলা মহিলা দল ১ পয়েন্ট ও এক ইনিংস ব্যবধানে সাতক্ষীরা জেলা মহিলা দলকে হারায়। এদিকে পরের ম্যাচে আনসার মহিলা দল ঠাঙ্গাইল জেলা দলকে ইনিংস ও ৩২ পয়েন্ট ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডে উঠেছে। পুরুষদের খেলায় টাংগাইল জেলা দলকে ইনিংস ও ৮ পয়েন্ট ব্যবধানে হারায় ঢাকা জেলা দল। অপর ম্যাচে গাজীপুর জেলা পুরুষ দলকে ইনিংস ও ১৩ পয়েন্টর ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডে উঠেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। তিনদিনব্যাপী এই টুর্নামেন্টের পুরুষ ও মহিলা দলের ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ সেপ্টেম্বর বিকেল ৩ টায়। ফাইনালের খেলা সরাসরি সম্প্রচার করা হবে। ঐতিহাসিক পল্টন ময়দানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি এ এইচ এম জিয়াউল হক। এ সময় টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান প্রকৌশলী আবদুল মুক্তাদির বেলাল, সদস্য সচিব মতিউর রহমান বাবুল ও খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক মীর কায়সার সাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)