Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒৮৭ ব্যাচের কৃতী সন্তানদের সংবর্ধনা

সন্তানদের শুধু শিক্ষিত হলে হবে না, মানুষের মতো মানুষ হতে হবে : যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যান

এখন সময়: রবিবার, ৭ সেপ্টেম্বর , ২০২৫, ১১:৫৭:২৪ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম বলেছেন- আমাদের সন্তানরা পরীক্ষায় ভাল ফলাফল করে শিক্ষিত হচ্ছে। এতে করে তাদের মনসত্ত্বের বিকাশ ঘটছে না। সবাই মানুষের মতো মানুষ হতে পারছে না। এজন্য তাদেরকে শিক্ষার পাশাপাশি মানুষের মতো মানুষ হতে হবে। লেখাপড়া শিখে চাকরি নির্ভর না হয়ে নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কাজ করতে হবে। সেই সাথে নারী শিক্ষার বিকাশের ক্ষেত্রে অবদান রাখতে হবে। নারীদের সাথে নিয়ে এক সাথে কাজ করতে হবে।
এসএসসি-৮৭ ব্যাচ যশোরের উদ্যোগে শুক্রবার বিকেলে জিলা স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এসএসসি-২৫ পরীক্ষায় উত্তীর্ণ এসএসসি-৮৭ এর বন্ধুদের সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের যুগ্ম সচিব জহর আলী, নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, এসএসসি-৮৭ যশোরের সাধারণ সম্পাদক আকমাম হোসেন।
এসএসসি-৮৭ ব্যাচ যশোরের সভাপতি ডাক্তার শহিদুল হক রাহাতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান, ক্রীড়া অফিসার আ ফ ম আশাফুদ্দৌলা টিটো প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক আসাদুজ্জামান বাচ্চু ও আমিনুর রহমান পিন্টু।
আলোচনা সভা শেষে এসএসসি-২৫ পরীক্ষায় উত্তীর্ণ ৩৬ শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)