Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিকরগাছা প্রেসক্লাবের ফের নেতৃত্বে রফিকুল-তরিকুল

এখন সময়: রবিবার, ৭ সেপ্টেম্বর , ২০২৫, ১২:০০:৩২ পিএম

ঝিকরগাছা প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে পূর্বে ঘোষিত সভাপতি মোঃ রফিকুল ইসলামকে সভাপতি ও মোঃ তরিকুল ইসলামকে সাধারণ সম্পাদক রেখেই পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ আবুল কাশেম। কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি আতাউর রহমান জসি, সহ-সভাপতি আবুল কাশেম, সেক্রেটারী মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান কামাল, যুগ্ম-সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ, দফতর সম্পাদক কে এম ইদ্রিস আলী, কোষাধ্যক্ষ আবিদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিনুর রহমান এবং অন্যদেরকে সদস্য নির্বাচিত করা হয়েছে।
এর আগে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ঝিকরগাছা প্রেসক্লাবে এক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম। সভার শুরুতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সংগঠনের আয়-ব্যয়ের হিসাব প্রদান করেন। এছাড়া উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে প্রেসক্লাবের চলমান উন্নয়ন কাজে জামায়াতের মনোনিত এমপি প্রার্থী মোসলেহ উদ্দিন ফরিদের দেয়া ২লাখ টাকার নগদ অর্থ খরচে নবনির্বাচিত কোষাধ্যক্ষ আবিদুর রহমানকে প্রধান করে ৫সদস্য বিশিষ্ট কমিটি গঠনপূর্বক সভায় অর্থদাতাকে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আতাউর রহমান জসি, সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ, যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান কামাল, দফতর সম্পাদক কে এম ইদ্রিস আলী এবং সার্বিক মনিটরিংয়ে থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমির মাওলানা আব্দুল আলিম, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম। এছাড়া সাংবাদিকদের জন্য কল্যাণ ফান্ড গঠন, যৌথ ব্যাংক হিসাবের (অপারেটর) পরিবর্তন, প্রেসক্লাবে অনিয়মিত, নিস্ক্রিয় ও শৃংঙ্খলা বিরোধীদের সদস্যপদ বাতিল ও নতুন সদস্য পদ প্রদানের ক্ষেত্রে প্রেসক্লাবে নিয়মিত পত্রিকা প্রদানসহ পত্রিকার দপ্তর কর্তৃক নিয়োগপত্র থাকা বাধ্যতামুলক থাকার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। শেষে ঝিকরগাছা প্রেসক্লাবের প্রয়াত সদস্য সাবেক সভাপতি মরহুম আব্দুস সোহবান, সাবেক সভাপতি মরহুম খন্দকার বশীর আহম্মেদ,সাবেক সেক্রেটারী কাজী আব্দুস সামাদ, সাবেক সদস্য হযরত আলী ও মেহেদী হাসানসহ নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও গুরুতর অসুস্থ সাবেক সভাপতি শাহাদৎ হোসেন কাবিল, সাবেক সভাপতি একরামুল্লাহ স্বপন, যুগ্ম-সম্পাদক ইসমাইল হোসেন ও সদস্য রেজোয়ান বাপ্পিসহ বিপদগ্রস্ত, অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনা করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)