Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ছেড়ে দেয়া শাওন ফের আটক, গ্রেফতার আতঙ্ক

রাজারহাটে মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে সিআইডির ওপর হামলা !

এখন সময়: রবিবার, ৭ সেপ্টেম্বর , ২০২৫, ১২:০১:৪৩ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর শহরতলীর রাজারহাটে সিআইডি পুলিশের উপর হামলার অভিযোগে আটক হওয়ার পরও ছেড়ে দেয়া আসামি শাওন সরদারকে এবার আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেল থেকে ওসির নেতৃত্বে একাধিক টিম মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে তাকে আটক করে। গত বুধবার রাতে সিআইডি পুলিশ তাকে আটক করলেও পরে অজ্ঞাত কারণে ছেড়ে দেয়া হয়েছিল।
আটক শাওন সরদার খুলনার ডুমুরিয়া হাসানপুর গ্রামের আব্দুল খালেক সর্দারের ছেলে। বর্তমানে তিনি রাজারহাট এলাকায় বসবাস করেন। ওই মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তবে প্রধান অভিযুক্ত তুষার সরদারকে এখনও আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এদিকে মাদক ব্যবসায়ীসহ সাধারণ মানুষ আটক তুষারকে সিআইডির কাছ থেকে ছিনিয়েই নেয়নি বরং সিআইডির এক সদস্যকে গলায় রশি দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে পুলিশের একটি সূত্রে জানাগেছে।
বুধবার সিআইডির ওপর হামলা হওয়ার পর রাজারহাট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ওই বাজারে যাদের নিয়মিত উঠাবসা ছিলো এমন অনেকেই ভয়ে বাজারে যাচ্ছেন না। কারন ইতোমধ্যে অজ্ঞাত ৫০/৬০জনের নামে মামলা হওয়ার পর এলাকার মানুষজনের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে।
এর আগে এ ঘটনায় সিআইডি পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার কোতয়ালি থানায় দুটি মামলা করা হয়। মামলায় উলে¬খ করা হয়েছে, তুষার এলাকার চিহ্নিত মাদককারবারি। তাকে আটকের পর তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছিল। কিন্তু পরে তার সহযোগীরা এসে সিআইডির সদস্যদের মারপিট করে তুষারকে ছিনিয়ে নিয়ে যায়।
রাজারহাট বাজারে সিআইডি পুলিশের ওপর হামলা বিষয়ে দুই পক্ষ থেকে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। মাদক উদ্ধারে গিয়ে তাদের সদস্যদের উপর হামলা চালানো হয়েছে দাবি করছে সিআইডি পুলিশ। অন্যদিকে স্থানীয় একটি সূত্রের দাবি করেছে, তুষারকে মাদক দিয়ে ফাঁসাতে চেয়েছিল সিআইডি। প্রকৃত ঘটনা নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছে অনেকেই।
অনেকে প্রশ্ন তুলছেন অস্ত্র, কোটি, পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়াই কেন সিআইডি পুলিশ মাদক উদ্ধারে গেল? আবার কেউ কেউ বলছেন, তুষার আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। রামনগর ইউনিয়ন ছাত্রলীগের কোনো পদে না থাকলেও তিনি নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিতেন সবসময়। এক জনপ্রতিনিধির আশ্রয়ে তিনি যা ইচ্ছা তা করেছেন। ছিল মাদকের সাথে সম্পৃক্ততা। কিন্তু সরকার পরিবর্তনের পরও তিনি তার প্রভাব বিস্তারের চেষ্টা অব্যাহত ছিলো। এসব বিষয়ে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটে অভিযোগ করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে কোতয়ালি থানায় দুটি মামলাও চলমান রয়েছে। সেই সূত্র ধরেই তাকে ধরতে অভিযান চালায় সিআইডি। এ সময় প্রকাশ্যেই একপ্রকার ‘মব’ সৃষ্টি করে তুষার। এগিয়ে আসে তার ঘনিষ্ঠ সহযোগীরা। তাদের সাথে যোগ দেয় সাধারণ মানুষ। এক পর্যায়ে সিআইডি পুলিশ আক্রান্ত হয়।
এ বিষয়ে কোতয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, প্রথমে শাওন সরদারকে আটক করা হয়। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে তার পরিহিত পোশাক উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত তুষারসহ অন্যদের ধরতে পুলিশ কাজ করছে। তিনি বলেছেন, ঘটনার সময় তুষারকে ছাড়াতে স্থানীয়রা একজন পুলিশ সদস্যের গলায় রশি দিয়েও ফাঁস দেয়ার চেষ্টা করা হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। এখন ঘটনাটি তদন্ত ও আসামি আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।
যশোর সিআইডি পুলিশের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) সিদ্দিকা বেগম বলেন, বিষয়টি নিয়ে আমাদেরও একটি বিশেষ টিম কাজ করছে। এ ঘটনার তদন্তে পুলিশের পাশাপাশি সিআইডিও মানুষের সাথে কথা বলে তদন্ত করছে।
এদিকে ওই ঘটনার পর রাজারহাট বাজার ও রাজারহাট মোড়ে স্থানীয় মানুষের আনাগোনা কমে গেছে। গ্রেফতার আতঙ্কে অনেকে বাজারে অনিয়মিত হয়ে পড়েছেন। রাজারহাট মোড়ের একজন রেস্তরাঁ ব্যবসায়ী জানিয়েছেন, সন্ধ্যার পর এই মোড়টি জমজমাট থাকে। এমনিতেই বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন গুলো ওই মোড়ে থামিয়ে সন্ধ্যার নাস্তা, রাতে খাবার সেরে নেয়ার জন্য যাত্রীদের আহবান জানান। পাশাপাশি অনেক রাত পর্যন্ত এলাকার লোকজন চায়ের দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বসে অড্ডা দিয়ে থাকে। গত দু’দিনে এই দৃশ্য দেখা যাচ্ছে না। সিআইডি বা কোতয়ালি পুলিশ যে কোনো সময় যে কাউকে আটক করতে পারে এই আতঙ্ক কাজ করছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)